ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৩০০

 ট্রফি পুনরুদ্ধার করল ইংল্যান্ড

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:২২ ২৯ জুলাই ২০২০  

গত বছর উইন্ডিজের মাটিতে তিন ম্যাচের টেস্ট ২-১ ব্যবধানে হেরেছিল ইংল্যান্ড। এবার নিজেদের মাটিতে তারা টেস্ট সিরিজ পুনরুদ্ধার করল। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ড ২৬৯ রানে হারিয়েছে উইন্ডিজকে। পিছিয়ে পড়েও সিরিজটি ২-১ ব্যবধানে জিতল জো রুটের দল। বল হাতে এদিন ঝড় তুলেছেন ৫০০ উইকেট শিকারী স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।

সাউদাম্পটনে সিরিজের প্রথম টেস্ট ৪ উইকেটে জিতেছিল উইন্ডিজ। ম্যানচেষ্টারে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে সিরিজে সমতা আনে ইংলিশরা। ম্যানচেষ্টারের তৃতীয় টেস্টে টস জিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে ইংল্যান্ড। জবাবে ১৯৭ রানে অল-আউট হয় উইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ১৭২ রানের লিড পায় ইংলিশরা। এরপর তারা ২ উইকেটে ২২৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য উইন্ডিজকে ৩৯৯ রানের টার্গেট পায়।

 ম্যাচে ১০ উইকেট নিয়ে টেস্টে ক্রিকেটের সপ্তম বোলার হিসেবে ‘৫০০’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন এই পেসার। তার ৫০০ তম শিকার হলেন ক্রেইগ ব্রাফেট।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর