ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৪০৭

আবার বাড়ছে স্বর্ণের দাম !

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৪৪ ১০ অক্টোবর ২০২০  

 বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৫৯ শতাংশ।  সপ্তাহের শেষদিন শুক্রবারেই বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। ফলে  আউন্সপ্রতি স্বর্ণের দাম ১৯০০ ডলার ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের দাবি, বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাস প্রকোপের কারণে চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্থির হয়ে উঠে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতিআউন্স স্বর্ণের দাম দুই হাজার ডলার ছাড়িয়ে যায়।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি সপ্তাহেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 
সূত্রটি জানায়, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হবে।
 

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর