ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৪৩৪

এরশাদের আসনে জয়ী সাদ এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০১ ৫ অক্টোবর ২০১৯  

রংপুর-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৭৫টি কেন্দ্রের ফলাফলে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 
মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এছাড়া কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্ডডল (দেয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।
 

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর