ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
২৭৩

করোনার টিকা নিলেন খালেদা জিয়া

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:১২ ১৯ জুলাই ২০২১  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা নিয়েছেন। রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে সোমবার বিকেল ৪টার দিকে টিকা গ্রহণ করেন। 

 

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান টিকা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, বাসাতেই টিকা নেয়ার সিদ্ধান্ত ছিল বেগম খালেদা জিয়ার। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলোচনার পর খালেদা জিয়া টিকা নেয়ার জন্য বিকেল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান। সেখানে পৌছলে দ্রুত সময়ের মধ্যে টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়। এসময় হাসপাতালের চিকিৎকবৃন্দ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সাবেক প্রধানমন্ত্রীও হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্সদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানানন। 
গত ১২ জুলাই খালেদা জিয়া টিকার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার (১৮ জুলাই) তার টিকার এসএমএস আসে।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর