ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
২৩৫

করোনা শেষ হতে এখনও ঢের দেরি: হু

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৪ ১৩ এপ্রিল ২০২১  

কোভিড-১৯ ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে বলে যেমনটা মনে করা যাচ্ছিল, দেখা যাচ্ছে পরিস্থিতি তেমনটা নয়। পৃথিবীজুড়ে বেশ কিছু দেশে করোনা পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়ে পড়েছে। ঠিক এই সময়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়ে দিল, অতিমারী শেষ হতে এখনও ঢের দেরি।

 

হু’র প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস  বলেছেন, অতিমারীকে এত তাড়াতাড়ি ঠেকানো যাবে না। বিশ্বজুড়ে ৭৮০ মিলিয়নেরও বেশি টিকাকরণ হয়ে গেলেও সংক্রমিতের সংখ্যা কমছে না বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

 

হু’র তরফে জানানো হয়েছে, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কোভিডের কেস বাড়ছে। জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঘেব্রেইয়েসুস  বলেছেন, দুনিয়াজুড়ে টানা ৭ সপ্তাহ ধরে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। টানা ৪ সপ্তাহ ধরে বাড়ছে কোভিডের কারণে মৃত্যুও। তাই সচেতন হওয়া জরুরি।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী টানা ৬ সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা কমেছিল। তবে গত ৭ সপ্তাহ ধরে দেখা গিয়েছে এর উল্টো ছবি। 


টিকা নেওয়ার পাশাপাশি এখনও মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এগুলো খুবই জরুরি হাতিয়ার।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর