ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৬৬৭

পাসপোর্ট ছাড়াই ভ্রমণ

কাতারে আটক বাংলাদেশি পাইলট

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৩৬ ৬ জুন ২০১৯  

ভুলে পাসপোর্ট সঙ্গে না নেয়ায় কাতারে বাংলাদেশ এয়ারলাইনসের সিনিয়র পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দিয়েছে দেশটির ইমিগ্রেশন। বুধবার দিবাগত রাতে দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কাতারে তার পাসপোর্ট পাঠানো হয়েছে। পাইলটের গাফিলতি আছে কি না-তা তদন্ত করে দেখা হবে। সে পাসপোর্ট ছাড়া কিভাবে ইমিগ্রেশন পার হলো এবং ইমিগ্রেশনের গাফিলতি আছে কিনা তাও তদন্ত হবে।

বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং ৭৮৭ মডেলের ড্রিমলাইনার দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। ভিভিআইপি বিমানটির পাইলট ছিলেন ফজল মাহমুদ। তিনি পাসপোর্ট ছাড়াই কাতার যান। দেশটির  ইমিগ্রেশনে সেটি ধরা পড়ে। পরে তাকে আটকে রাখে।

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাসপোর্ট ছাড়া কারো দেশত্যাগ কিংবা অন্য দেশে প্রবেশের সুযোগ নেই। তাই সেটি ছাড়া একজন পাইলট কীভাবে নিজ দেশের ইমিগ্রেশন পার হয়ে বিদেশ গেলেন তা নিয়ে তোলপাড় চলছে।