ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪ || ৪ বৈশাখ ১৪৩১
good-food
৪৫৬

গ্যাসের দাম কমেছে ভারতে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৭ ২ জুলাই ২০১৯  

জাতীয় বাজেটের আগে ভারতের নাগরিকদেরকে গ্যাসের দাম কমানোর সুখবর দেওয়া হয়েছে। ভর্তুকিবিহীন সিলিন্ডার প্রতি ১০১ রুপি কমছে রান্নার গ্যাসের দাম। সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার থেকে গ্যাসের দাম কমানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি)।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তরলীকৃত গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বর্তমান দাম ৭৬৩ রুপি ৫০ পয়সা। তা কমে হতে চলেছে ৬৬২ রুপি ৫০ পয়সা। সোমবার থেকেই এই টাকা দিয়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে পারবে গ্রাহকেরা।

অন্যদিকে, ১৯ কেজি নন-ডমেস্টিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থাগুলি। এর ফলে নতুন দাম হয়েছে ১১৮৮ রূপি ৫০ পয়সা। এই দামও সোমবার থেকেই কার্যকর হয়েছে।

ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল গ্যাসের দাম কমে যাওয়া এবং ডলার ও রুপির লেনদেন ভালো হওয়ায় তারাএ দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।