ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৪৩৩

চারাগাছ খাওয়ায় ২ ছাগল গ্রেফতার!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ভারতের তেলেঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদে দুটি ছাগলকে গ্রেফতার করেছে পুলিশ। ওই এলাকায় একটি এনজিওর লাগানো চারাগাছ খেয়ে ফেলায় ছাগলদ্বয়কে গ্রেফতার করা হয়। পরে তাদের মালিকের কাছ থেকে নগদ ১ হাজার টাকা জরিমানা নিয়ে ছেড়ে দেয়া হয়।
হুজুরাবাদ পুলিশ অফিসার ভাসামশেট্টি মাধবী জানিয়েছেন, একটি এনজিও সেভ দ্য ট্রিজ ক্যাম্পেন চলাকালীন ওই ছাগল দুটিকে ধরে থানায় নিয়ে আসে। তারা অভিযোগ করেন, ছাগলরা প্রায় ১৫০টি চারাগাছ খেয়ে নিয়েছে। হুজুরাবাদ সরকারি হাসপাতাল চত্ত্বরে সেগুলো লাগানো হয়েছিল।
তিনি বলেন, এর ভিত্তিতে ছাগল দুটিকে গ্রেফতার করা হয়। পিলারের সঙ্গে বেঁধে রেখে তাদের মালিক কুম্মারিওয়ারার বাসিন্দা দোরনাকোন্ডা রাজাইয়াহকে খবর দেয়া হয়। বুধবার থানায় এলে তার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এরপর ছাগল দুটিকে ছেড়ে দেয়া হয়।  

পুলিশের ভাষ্যমতে, এটা ঠিক গ্রেফতার নয়। ছাগল দুটির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, পশুপাখির বিরুদ্ধে কোনো মামলা করার অধিকার নেই। তবে ছাগলের মালিককে সাবধান করে দেয়া হয়েছে, যেন ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।