ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৭১৭

ট্রেনের টিকিট বিক্রি শুরু 

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:২৫ ১৩ জুলাই ২০২১  

আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে টিকিট শুধু অনলাইনে বিক্রি হবে। মঙ্গলবার থেকে বিকেল ট্রেনের টিকিট বিক্রি শুরু।

 

সরকার ঈদকে ঘিরে ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ দেওয়ার কথাও জানিয়েছে। এরপর রাতে রেল মন্ত্রণালয় জানায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত অর্ধেক আসন ফাঁকা নিয়ে যাত্রাবাহী ট্রেন চলাচল করবে। এ ক্ষেত্রে অনলাইনে টিকিট বিক্রি হবে, স্টেশনে কোন টিকিট বিক্রি হবে না।

 

মঙ্গলবার  কোন কোন ট্রেন চলবে এবং ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।  ৩০ থেকে ৩২ জোড়া ট্রেন চালু করা হতে পারে। এ ক্ষেত্রে আন্তনগর ট্রেনগুলোকে প্রাধান্য দেওয়া হবে।


রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, যদি সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে ১৫ জুলাই থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। তবে  টিকিট বিক্রি হবে অনলাইনে।

 

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ১ জুলাই থেকে সারা দেশে সর্বাত্মক বিধিনিষেধ চলছে। ১৪ জুলাই বুধবার পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ করা রয়েছে। এখন ঈদ সামনে রেখে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হলো।