ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১৪৬০

ডিমের হালি ৪০ টাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:২৮ ৯ জুলাই ২০১৯  

তত্বাবধায়ক সরকারের সময় ডিমের হালি ৪০ টাকা উঠলে সারাদেশে হৈচৈ পড়ে গিয়েছিল। আবার ৭ বছর পর আগের দামেই বিক্রি হচ্ছে ডিম। জনগণের নাভিশ্বাস উঠেছে ডিমের দাম বৃদ্ধির কারনে। 
গত এক মাসে কোন কারন ছাড়াই অন্তত তিন দফা বেড়েছে ডিমের দাম। ব্রয়লার মুরগির প্রতি হালি ডিমের দাম ৩২ টাকা থেকে বাড়তে বাড়তে ঠেকেছে ৪০ টাকায়। বাজারে ডিমের সরবরাহও প্রচুর। চাহিদার চেয়ে জোগান কম থাকাই ডিমের দাম বাড়ার কারণ বলে দাবি করছে বিক্রেতারা।

জানা গেছে, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে গত ১০ জুন পর্যন্ত ডিম বিক্রি হয়েছে ৩২-৩৪ টাকা হালি। ওই মাসের শেষ ভাগে এসে ডিমের দাম বেড়ে হয় ৩৪-৩৬ টাকা। চলতি মাসের শুরুতে তা উঠে গেল ৩৮ টাকায়। অর্থাৎ প্রতিটি ডিমের দাম পড়ছে সাড়ে ৯ টাকা।

মিরপুর ১১ নম্বর বাজারের ডিম ক্রেতা রইসুল ইসলাম বলেন, আমাদের দেশের ডিমের বাজারও যখন-তখন বেড়ে যায়। মাসখানেক আগেও প্রতি হালি কিনেছি ৩২ টাকায়। এখন সেটা ৩৮ টাকা।
রাজধানীর ফকিরাপুল, শান্তিনগর, হাতিরপুল বাজারে ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা দরেভ 

দুই দিন পর পর ডিমের দাম বাড়ার কারণে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে, সমস্যা হলে একটা সময় ডিমের দাম বাড়তে পারে। তাই বলে ধারাবাহিকভাবে বাড়ার কোনো যুক্তি নেই।

তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও আড়তদার মো. হানিফ মিয়া বলেন, চাহিদা যেভাবে বাড়ছে, ডিমের উৎপাদন সেভাবে হচ্ছে না। যার কারণে ডিমের দাম বাড়ছে।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর