ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৩৩৬

ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:২২ ৬ নভেম্বর ২০১৯  

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
ওই গৃহবধূর নাম মনিজা বেগম (৪৫)। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। 
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ১৪ জনের মৃত্যু হলো। হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার বেলা ৩টার দিকে মনিজাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার আরও অবনতি হয়। বুধবার সকাল ৯টার দিকে ওর মৃত্যু হয়। তবে ওই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা আগের চেয়ে কমেছে। 
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ২ হাজার ৯২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯০৭ জন। এখনো চিকিৎসাধীন ১৪ জন।