ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১
good-food
৬৯৩

তালেবান সরকার গঠন পেছাল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৫৮ ৪ সেপ্টেম্বর ২০২১  

আফগানিস্তানে তালেবানের সরকার গঠন পিছিয়েছে। শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার কথা থাকলেও তা পেছানো হয়েছে। সংগঠনটি বলেছে, শনিবার (৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা ঘোষণা করা হতে পারে।

 

এর আগেেএকাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, পবিত্র জুমার নামাজের পর নতুন সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার ঘোষণা আসছে। তালেবানের সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বে নতুন সরকারের ঘোষণা আসছে। তবে পরে সংগঠনটির একজন মুখপাত্র জানান, সবচেয়ে দ্রুততম সময়ে হলেও শনিবারের আগে নতুন সরকার ঘোষণা করা হবে না।

 

তালেবান সরকারে কারা থাকতে পারেন, এমন সম্ভাব্য কিছু নাম আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তালেবানের ওই মুখপাত্র এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর