ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
৫৫২

ত্বক চকচকে করে চাল ধোয়া পানি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩২ ৯ সেপ্টেম্বর ২০২০  

কোরিয়ান গ্ল্যামার নিয়ে আসে ভাতের ফ্যান। কোরিয়ানদের মতো ত্বক চকচকে করতে এটি সবচেয়ে কার্যকরী। ভাত রান্না করার আগে বা পরে চাল ধোয়া পানি ব্যবহারে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি পায়। চাল সিদ্ধ করার পর যে ফ্যান ছেকে ফেলে দেয়া হয়, সেটি ত্বকের জন্য ভীষণ উপকারী।

যেভাবে ব্যবহার করা যায়?
একটি বাটিতে আধ কাপ চাল নিতে হবে। ২ কাপ ফিল্টার করা পানি দিয়ে তা ভিজিয়ে রাখতে হবে। কয়েক ঘন্টা পর চাল থেকে পানি নিয়ে আইস কিউব ট্রেতে রাখতে হবে। এরপর ফ্রিজে ঢুকিয়ে তা জমিয়ে নিতে হবে। সেই জমানো পানি বের করে প্রতিদিন সকালে মুখে আলতো করে ম্যাসেজ করতে হবে। কয়েকদিন ব্যবহারে ত্বক উজ্জ্বল ও মসৃণ হবে। আর্দ্র অনুভব আসবে।

চাল ধোয়া পানি জমা কিউব মুখের ব্রণ, ফুসকুড়ি, খোসপাঁচড়া সমস্যা দূর করে। চোখের নিচের, নাকের ওপরের কালো দাগ দূর হয়। পাশাপাশি প্রাকৃতিক উপায়ে ত্বক উজ্জ্বল হবে। ফলে ত্বক নরম এবং সম্পূরক অনুভব হবে। শুধু তাই নয়, এটি ন্যাচারাল সানস্ক্রিন হিসেবেও কাজ করে।