ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৯০৩

সম্পদের নিরাপত্তাহীনতা !

থানায় জিডি করলেন এরশাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৩৪ ২৪ এপ্রিল ২০১৯  

সই জাল ও সম্পদের নিরাপত্তাহীনতার আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেন সাবেক রাষ্ট্রপতি, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।  

 

 

 বুধবার রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরিটি করেন তিনি। নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মিথুন।

 

এ বিষয়ে পুলিশ জানায়, জিডি নম্বর ১৫০২।

এর ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) শায়হান ওয়ালীউল্লাহ।

 

জিডির অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার বর্তমান ও অবর্তমানে সই নকল করে পার্টির প্রয়োজনীয় কাগজপত্র, দলের বিভিন্ন পদ-পদবি বাগিয়ে নেয়া, ব্যাংক হিসাব জালিয়াতি এবং পারিবারিক সম্পদ, দোকান-পাঠ, ব্যবসা-বাণিজ্য হাতিয়ে নেওয়া ও আত্মীয়-স্বজনদের জানমাল হুমকির মুখে রয়েছে।

 

জিডিতে আরও উল্লেখ করেন, এ কারণে তিনি মনে করেন অসুস্থতার সুযোগ নিয়ে কেউ যেন এমন অপরাধ করতে না পারে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তা দরকার।