ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৭৬৮

দিদির বাংলায় মোদীর চমক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৪২ ২৩ মে ২০১৯  

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি (ভারতীয় জনতা পার্টি ) বড় জয় পেলেও চমক দিয়েছে মোদীর বিজেপি। তবে পশ্চিমবঙ্গের মসনদ বরাবরের মতো দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস।  ৪২টি আসনের মধ্যে এবার ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৩টি, বিজেপি ১৮টি আর কংগ্রেস মাত্র ১টি আসন পেয়েছে।

অথচ ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি ছিল। প্রায় সব আসনের রাজত্ব ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে। রাজ্যের ৪২টি আসনের মধ্যে মাত্র দু’টি পেয়েছিলেন মোদী। আর মমতার তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৪টি আসন।

দেশের রাজত্ব ফের মোদীর হাতে থাকলেও পশ্চিমবঙ্গ হাতছাড়াই থেকে যাচ্ছে। এর আগের দুটি নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।

এক মাসেরও বেশি সময় ধরে চলা ভারতের সাত দফার লোকসভা নির্বাচন শেষ হয় ১৯ মে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল থেকে শুরু হয় ভোট গণনা। সকাল ৮টা থেকে চার হাজার কেন্দ্রে একযোগে শুরু হয় এ গণনা। কিছু এলাকায় অবশ্য খানিকটা দেরিতেই ভোট গণনা শুরু হয়। গণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয়া হয় ফলাফল।