ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১২৩২

নতুন বছরে ‘পড়শী অন দ্য মাইক’

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৪ ৩১ ডিসেম্বর ২০১৯  

কণ্ঠশিল্পী হিসেবে পড়শী বরাবরই মাইক্রোফোনের আশেপাশে থাকেন। তবে, সেটি রেকর্ডিং স্টুডিও কিংবা স্টেজ শোতে সীমাবদ্ধ। নতুন খবর হলো, নতুন বছরের (২০২০) শুরু থেকেই মাইক্রোফোন হাতে সরাসরি শ্রোতাদের সঙ্গে সংযুক্ত থাকবেন পড়শী।

প্রতি শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা গল্প করবেন, রেডিও ক্যাপিটাল এফএম (৯৪.৮)-এর কথাবন্ধুর (আরজে) চেয়ারে বসে। অনুষ্ঠানটির নাম ‘পড়শী অন দ্য মাইক’।

এমনটাই জানালেন সাবরিনা পড়শী। এ বিষয়ে গত রোববার ২৯ ডিসেম্বর  ক্যাপিটাল এফএমের সঙ্গে  একটি চুক্তি স্বাক্ষর করেছেন।

চুক্তি প্রসঙ্গে পড়শী বলেন, ‘আরজে প্রফেশনটা আমার কাছে অন্যরকম একটি ভালো লাগার কাজ। কাজটি আমি আগেও করেছি। একজন আরজে শ্রোতাদের সঙ্গে কল্পনা করে কথা বলছেন। বিষয়টি সত্যিই দারুণ লাগে। আমার মনে হয় এটি একটি ঘোরের জগৎ। এবারের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছে। আমি আমার ভক্ত-শ্রোতাদের সঙ্গে কথা বলার পাশাপাশি মজার মজার গেম শো নিয়ে অনুষ্ঠানটি সাজিয়েছি। আমার মনে হয় শ্রোতাদের এই অনুষ্ঠানটি ভালো লাগবে।’

পড়শী জানান, ৩ জানুয়ারি থেকে অনুষ্ঠানটি শুরু হচ্ছে। এর আগে ২০১৬ সালে জাগো এফএম-এর ‘পড়শী নাইটস: অন্যরকম ফিলিংস’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে কথাবন্ধু হিসেবে আত্মপ্রকাশ করেন সাবরিনা পড়শী।


 

জীবনের গল্প বিভাগের পাঠকপ্রিয় খবর