ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১০২১

নির্বাচনী সহিংসতায় ১২ জন নিহত 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৪:১৯ ৩০ ডিসেম্বর ২০১৮  

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গুলিতে রাজমিস্ত্রি নিহত : আত্মীয় স্বজনের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গুলিতে রাজমিস্ত্রি নিহত : আত্মীয় স্বজনের আহাজারি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শনিবার রাত থেকে আজ রোববার দুপুর পর্যন্ত ১২ জন নিহত হয়েছে।

এদের অধিকাংশই বিএনপির কর্মী ও সমর্থক। তবে আওয়ামী লীগ দাবি করেছে বিএনপি-জামায়াত তাদের দুই কর্মীকে হত্যা করেছে। 
নিহতদের মধ্যে কুমিল্লায় ২ জন,  লক্ষ্মীপুরে ১জন, চট্টগ্রামের পটিয়ায় ১জন, রাঙ্গামাটিতে ১জন, রাজশাহীর মোহনপুরে ১জন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ১জন এবং টাঙ্গাইল ও বগুড়ার কাহালুতে একজন করে নিহত হয়েছে। 
ভোট প্রদানকে কেন্দ্র করে কুমিল্লায় এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছে। 
রাজধানী ঢাকায় বিএনপির প্রার্থী সালাউদ্দিন ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

যশোরে ধানের শীষের প্রার্থীর গাড়ী ভাংচুর করে তার মাথা ফাটিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। 
এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ কর্মী, বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, রাঙ্গামাটিতে যুবলীগ নেতা, রাজশাহীর মোহনপুরে আ.লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় গুলিতে এক রাজমিস্ত্রি ও টাঙ্গাইলে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বগুড়ার কাহালুতে একজন নিহত হয়েছেন। 

এদিকে নাটোরের নলডাঙ্গা ও নরসিংদীর শিবপুর উপজেলায় ভোট দেয়াকে কেন্দ্র করে দু-জনের মৃত্যু হয়েছে। 

কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট) বাচ্চু মিয়া (৪৮) নামে এক বিএনপি কর্মীকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার বরতলী ইউনিয়নের মুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পথে হেলমেট পরিহিত একদল দুর্বৃত্ত তাকে বাধা দেয়। এ সময় বাধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চুকে রাস্তায় হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানা পুলিশের ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর