ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৯১২

নুসরাতের জন্য রাস্তায় তারকারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:১০ ১৩ এপ্রিল ২০১৯  

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র টেলিভিশন নাটক তারকারা। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। একইসঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন উনারা।  

মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাতের সঙ্গে যা হয়েছে, তা বাংলাদেশের কেউ মেনে নেয়নি। নিতে পারে না। আমরা তাকে বলছি, আমাদের যতক্ষণ নিশ্বাস আছে, আমরাও প্রতিবাদ করে যাব। তারা বলেন, এই বৈশাখে সবাইকে কালো ব্যাজ ধারণ করতে হবে। তার হত্যার প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। বর্ষবরণের আনন্দে হত্যার বিষয়টি ভুলে যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী যে আদেশ দিয়েছেন তা যেন অন্যখাতে প্রবাহিত না হয়।

সারাদেশে অন্যান্য স্থানের মতো নুসরাত হত্যার আসামিদের শাস্তি নিশ্চিতের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র করপোরেশনের (বিএফডিসি) সামনের রাস্তায় যৌথভাবে মানববন্ধন করে চলচ্চিত্র পরিচালক সমিতি ডিরেক্টরস গিল্ড। এসময় দুই সংগঠনের তরফে ভবিষ্যৎ কর্মসূচিও ঘোষণা করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন শক্তিমান অভিনেতা আলমগীর, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বদিউল আলম খোকন, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস হক অলিক, শিল্পী সংঘের সভাপতি শহীদুল আলম সাচ্চু, প্রযোজক নেতা খোরশেদ আলম, চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী অঞ্জনা, নাট্যজন সারা যাকের, পরিচালক চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী সংগঠক রোকেয়া প্রাচী প্রমুখ।

আলমগীর বলেন, এই ঘটনার দ্রুত বিচারের দাবিতে আজ সবার সঙ্গে আমরা সাধারণ শিল্পীরাও রাস্তায় দাঁড়িয়েছি। সাত দিনের মধ্যে সমাধানের দিকনির্দেশনা চাই। তা না হলে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

রিয়াজ বলেন, মৃত্যুর আগে নুসরাত বারবার বলেছিল, যতক্ষণ নিশ্বাস আছে, প্রতিবাদ করে যাবে। আজ সে নেই। তবে আমরা আছি। তাকে বলছি, আমাদের যতক্ষণ নিশ্বাস আছে, প্রতিবাদ করে যাব।

নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডের সাধারণ সম্পাদক এস হক অলিক বলেন, আমরা সেই বিচার চাই, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশের মাটিতে আমরা এমন নৃশংসতা দেখতে চাই না।

রোকেয়া প্রাচী বলেন, আমি লজ্জিত। কারণ, আমাদের জন্মভূমিতে এই ঘটনা ঘটেছে। আমি নুসরাতের বিচার দাবি করছি। শুনছি, এই ঘটনায় জড়িতদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় নেতা প্রশাসনের হর্তাকর্তারা। হত্যাকাণ্ডের আসামিদের পাশাপাশি তাদেরও বিচার চাই।

শহীদুল আলম সাচ্চু বলেন, সন্ত্রাস-জঙ্গি দমন করে সরকার আমাদের শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছে। সেই প্রশাসনেরই কিছু মানুষ অন্যায়কে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তবে আশার বিষয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার  আশ্বাস দিয়েছেন। তিনি যা বলেন, তা করেন। আশা করি, খুব তাড়াতাড়ি এর বিচার হবে।  যতদিন না সুষ্ঠু সমাধান পাচ্ছি, ততদিন শিল্পী কলাকুশলীরা কালো ব্যাজ ধারণ করবে।

গেল ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা নুসরাতের গায়ে আগুন দেয়। গুরুতর দগ্ধ অবস্থায় ওই দিন রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গেল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান।

এর আগে গেল ২৭ মার্চ ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন নুসরাতের মা। গেল রোববার চিকিৎসকদের কাছে দেয়া শেষ জবানবন্দিতে নুসরাত বলেন, নেকাব, বোরকা হাতমোজা পরা চারজন তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই চারজনের একজনের নাম শম্পা।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর