ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
২৪৩

প্রথম দিন করোনার টিকা নিলেন যারা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ২৭ জানুয়ারি ২০২১  

দেশে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি। প্রথম ভ্যাকসিন নিয়েছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে টিকা কার্যক্রম উদ্বোধন করেন। এরপর এ টিকা নেন তিনি।

 

এদিন ২৬ জনকে দেওয়ার মধ্য দিয়ে দেশে আনুষ্ঠানিকভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা মুহাম্মদ মেহেদী হাসান এ তথ্য জানিয়েছেন।

 

কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রথমে পাঁচজনকে টিকা দেওয়া হয়। তারা হলেন কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা, চিকিৎসক আহমেদ লুৎফুল নোবেল, স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি অধ্যাপক নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের কর্মকর্তা বিদারুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।

 

এরপর ধাপে ধাপে আরো ২১ জনকে টিকা দেওয়া হয়। তারা হলেন মিলিটারি মেডিক্যাল সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুবুর রহমান, চিকিৎসাবিদ অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, কুর্মিটোলা হাসপাতালের ডা. আল মামুন শাহরিয়ার সরকার, ডা. ফরিদা ইয়াসমিন, ডা. আফরোজা জাহিন, অধ্যাপক ডা. আব্দুল কাদের খান, একটি অনলাইনের সাংবাদিক মাসুদ রায়হান পলাশ, আল মাসুম মোল্লা ও আমিরুল মোমেনিন, অন্যান্য পেশার মো. মাজেদুল ইসলাম, সানজিদা সুলতানা, আব্দুল হালিম, মো. এনামুল হক, মো. হামজা, সাম্মী আক্তার, কাজী জসিম উদ্দিন, আব্দুর রহিম, মোশারফ হোসেন, মুন্নী খাতুন, আশিফুল ইসলাম ও দেওয়ান হেমায়েত হোসেন।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর