ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৫৩৯

বজ্রপাতে মৃত্যু এড়াতে যা করবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:২৯ ৯ জুন ২০২১  

বাংলাদেশে গত রোববার বজ্রপাতে ২১ জন মারা গেছেন। প্রাকৃতিক বিপর্যয় বিশেষজ্ঞদের মতে, জনসাধারণের মধ্যে সচেতনতার অভাবই এর প্রধান কারণ।


তাঁদের বক্তব্য, বাংলাদেশের তুলনায় অনেক বেশি বজ্রপাত হয় দক্ষিণ আমেরিকার ভেনিজুয়েলা ও ব্রাজিলে। কিন্তু সেই দুই দেশের তুলনায় এদেশে অনেক বেশি মানুষ বজ্রপাতে প্রাণ হারান।


অর্থাৎ বজ্রপাত আগের তুলনায় বেশি হচ্ছে বলেই মৃত্যু হচ্ছে এমনটা ভাবার কোনও কারণ নেই। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সচেতনতার অভাব বেশ স্পষ্ট।


অনেক ক্ষেত্রেই লক্ষ্য করলে দেখা যায়, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময়েও মাঠে দিব্যি খেলা হচ্ছে। স্কুল-কলেজ পড়ুয়া খেলোয়াড়দের নিজেদেরও হুঁশ নেই। স্থানীয় কেউও সতর্ক করছেন না। 


আবার বজ্রপাতের সময়ে মাঠে কৃষিকাজ করা, ফাঁকা জায়গায় ঘোরা, বড় গাছের নিচে দাঁড়ানো এমনকি ছাদে ঘোরার মতো ঘটনাও দেখা গিয়েছে।


ফলে প্রয়োজন আরও বেশি সতর্কতার। নিজেও জানুন, অপরকেও মনে করিয়ে দিন বিষয়টি। সতর্ক থাকলেই অনেক ক্ষেত্রে প্রাণহানি এড়ানো যেতে পারে।


বজ্রপাতের সময় মাঠে খেলা, ফসলের ক্ষেতে কৃষিকাজ করা, ফাঁকা জায়গায় ঘোরা, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া, ছাদে ঘোরা যাবে না।