ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
৭৭৫

গুজব ছড়ালে ব্যবস্থা

বর্ষবরণে নিরাপত্তা শঙ্কা নেই

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:২০ ১৩ এপ্রিল ২০১৯  

বর্ষবরণ আয়োজনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, এমন কোনো আশংকা দেখছেন না তিনি।

 

শনিবার সকালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের আয়োজনে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গিয়ে একথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রিমিনালরা নানাভাবে মেধা প্রয়োগ করবেই। তবে সেভাবে নিরাপত্তা বাহিনীকে তৈরি করেছি আমরা। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত। আয়োজন নিয়ে কোনো আশঙ্কা নেই।

 

 

নববর্ষ উদযাপনে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বড় চ্যালেঞ্জ নেই এবার। উৎসব উদযাপনে কোনো ধরনের অসুবিধা হবে না। পুলিশ, র‌্যাবসহ নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে। কেউ নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চাইলে তাদের উদ্দেশ্য সফল হবে না।

 

ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ‘প্রপাগান্ডা’ছড়ালে তাতেও নিরাপত্তা বাহিনীর নজর থাকবে বলে জানান আসাদুজ্জামান কামাল।

 

তিনি জানান, ফায়ার সার্ভিস ও হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে।

এসময় পুলিশ ও র‌্যাবের উচ্চ কর্মকর্তারা তাঁর সঙ্গে ছিলেন।

 

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর