ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
১৭৩৪

বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৫৩ ২৬ ফেব্রুয়ারি ২০১৯  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর পরই ঢাকা-চট্টগ্রামসহ দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

যাত্রীদের কয়েক ধাপে তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। বিমানবন্দরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে ।

বিজিবির ডগ স্কোয়াড টিমসহ র‌্যাব, পুলিশ ও এপিবিএনের অতিরিক্ত বিশেষ নিরাপত্তা টিম নিয়োগ করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নিরাপত্তা কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দরে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি করা হচ্ছে। যাত্রী ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দফায় দফায় তল্লাশি করা হচ্ছে যাত্রী ও তাদের সঙ্গে থাকা ব্যাগ। এ ছাড়া বিমানবন্দরের আগমন ও বহির্গমন সেলে টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, অন্যদিনের চেয়ে কয়েক দফা নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, চট্টগ্রামে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনার পর ওসমানী বিমানবন্দরের কেপিআই এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানবন্দরের বাইরের এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রাখার পাশাপাশি বিজিবির ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে।

হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দর
হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সোমবার সকাল থেকেই বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, রোববার ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিভিল এভিয়েশন। তাই সোমবার সকাল থেকেই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানোসহ যাত্রীদেরও ভালোভাবে তল্লাশি করা হচ্ছে।

বরিশাল বিমানবন্দর
বিমানবন্দরের ব্যবস্থাপক রথীন্দ্রনাথ চৌধুরী বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তায় একটি করে স্ক্যানিং মেশিন, আর্চওয়ে ও হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে। উড়োজাহাজ ছিনতাই চেষ্টার পর বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকালে তিনি বরিশাল নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের জন্য বৈঠক করেছেন।

বাংলাদেশ বিভাগের পাঠকপ্রিয় খবর