ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৬৩১

বিসিসিআই’র সভাপতি হচ্ছেন সৌরভ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫১ ১৪ অক্টোবর ২০১৯  

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই’র সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন তিনিই। সোমবার মুম্বাইয়ে সভা শেষে এএফপিকে এ তথ্য জানায় বোর্ড।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক সৌরভ। ২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। ১১৩ টেস্টে ৭২১২ রান করেন এ কিংবদন্তি।
গেল মাসে পুনরায় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হন সৌরভ। এবার বিসিসিআই’র সভাপতি হতে যাচ্ছেন তিনি। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগে ভারতীয় সাবেক অধিনায়ক বলেন, আর্থিকভাবে ভারত একটি পরাশক্তি। সুতরাং এ দায়িত্ব পালন হবে অনেক বড় চ্যালেঞ্জিং।
সোমবার ছিল বিসিসিআই’র সভাপতি পদের মনোনায়ন জমা দেয়ার শেষ তারিখ। আগামী ২৩ অক্টোবর হবে নির্বাচন। ওই নির্বাচনে সৌরভই একমাত্রন প্রার্থী। তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে, বিসিসিআই’র হবু বস হতে যাচ্ছেন তিনিই। পশ্চিমবঙ্গের প্রথম কৃতি সন্তান হিসেবে এ দায়িত্ব পালন করতে যাচ্ছেন দাদা।
এদিকে বিসিসিআই’র সবচেয়ে আকর্ষণীয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ও অভিজ্ঞ প্রশাসক ব্রিজেশ প্যাটেল। আর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র ছেলে জয় শাহ হচ্ছেন বিসিসিআই’র সচিব।

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর