ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১
good-food
১০৫৩

বিয়ে করতে সমকামী যুগলদের মামলা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৩৮ ৯ ফেব্রুয়ারি ২০১৯  

আসছে ভালোবাসা দিবসে বিয়ে করার অধিকার আদায়ে আদালতে মামলা করতে যাচ্ছে জাপানের সমকামী ১৩ যুগল৷ জাপানে ১৮৮০ সাল থেকেই সমকামে আইনত কোনো বাধা নেই৷
শুধু রাজধানী টোকিওতে নয়, আগামী ১৪ ফেব্রুয়ারিতে কমপক্ষে চারটি শহরের আদালতে মামলা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইয়োশি ইয়োকোইয়ামা নামের এক আইনজীবী৷

‘‘সংবিধান আপনাকে সুখী থাকবার অধিকার দিয়েছে, সমঅধিকার দিয়েছে,'' থমসন রয়টার্স ফাউন্ডেশনকে দেয়া সাক্ষাৎকারে বলেন ঐ আইনজীবী৷ তিনি আবেদনকারীদের পক্ষে লড়ছেন৷ ‘‘সমকামীদের বিয়ের অধিকার না দিয়ে আপনি তা লঙ্ঘন করছেন৷'

জাপান এলজিবিটি'দের ব্যাপারে এশিয়ার অন্যান্য দেশের চেয়ে তুলনামূলক বেশি সহনশীল৷ তবে খোলামেলাভাবে সমকামী দাবি করার ব্যাপারে এখনো সমাজে ট্যাবু রয়ে গেছে৷