ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৬৪৬

বৃষ্টি গেলেই শীত আসবে

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ২৪ অক্টোবর ২০২০  

রাজধানীসহ সারাদেশে শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। আগামী মাসে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এদিন সকালে আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক কাওসার পারভীন এসব তথ্য দেন। 

 

তিনি বলেন, আগামী দিন থেকেই আবহাওয়া স্বাভাবিক হওয়ার আশা করছি আমরা। এই মেঘ-বৃষ্টি কেটে গেলেই শীত পড়বে। ধীরে ধীরে এটি চলে আসবে। অক্টোবর-নভেম্বর ঘূর্ণিঝড়ের মাস। আগামী মাসে এরকম দুই-একটা হওয়ার সম্ভাবনা আছে।