ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
৭৭৯

বৃষ্টি বাধায় খেলা বন্ধ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৪ ১৭ মে ২০১৯  

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে লড়ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। ২০. ওভারে হানা দেয় বেরসিক বৃষ্টি।

শুক্রবার ডাবলিনে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দুরন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার সুনীল অ্যামব্রিস শাই হোপ।  অবিচ্ছিন্ন জুটিতে ১৩১ রান তুলেছেন তারা।

ইতিমধ্যে ফিফটি তুলে নিয়েছেন শাই হোপ। তিনি ৫৬ রানে অপরাজিত আছেন। ফিফটির দোরগোড়ায় আছেন  সুনীল অ্যামব্রিস। তিনি ব্যাটিংয়ে আছেন ৪৭ রান নিয়ে।

স্বাভাবিকভাবেই উইকেটের খোঁজে আছে বাংলাদেশ। ধারে কাটছে না মাশরাফি, মোস্তাফিজ, সাইফ, মিরাজদের বল।  

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) মোস্তাফিজুর রহমান।  

উইন্ডিজ একাদশ

শাই হোপ (উইকেটরক্ষক), সুনীল আমব্রিস, ড্যারেন ব্রাভো, রস্টন চেজ, জোনাথান কার্টার, জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, রেইমন রেইফার, অ্যাশলে নার্স, শ্যানন গ্যাব্রিয়েল কেমার রোচ। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর