ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৯৩৪

দেড় বছরে নিহত ১২০৩

মৃত্যুর হাতছানির নাম সেলফি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৩:৩৯ ৮ জুলাই ২০১৯  

স্মার্টফোনের এই যুগে সেলফোন ব্যবহারকারীরা সেলফি তোলেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারাচ্ছে মানুষ। এমনকি হাঙরের শিকার হয়ে মৃত্যুর চেয়েও এ সংখ্যা বেশি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে।

পিপল টিভি’র রিপোর্টে জানা যায়, ২০১৮ থেকে চলতি বছরের মে পর্যন্ত দেড়বছরে সারাবিশ্বে সেলফি তুলতে গিয়ে মারা গেছেন ১২০৩ জন। ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষক মার্টিন ক্যভন বলেন, যেখানে সেখানে সেলফি তোলার ওপর নিষেধাজ্ঞা না আনলে দিনদিন সেলফিই মানুষের মৃত্যুর একটি বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।

 

দেশে-বিদেশে এরকম দুর্ঘটনা হরদম ঘটছে। দেশের নওগাঁর আত্রাইয় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় গত এপ্রিল মাসে সানজিদ ও ফারজি দুই বন্ধু মিলে হাঁটতে বের হন। ঘুরাঘুরির এক পর্যায়ে তারা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইলে সেলফি তুলতে গেলে পেছন থেকে লালমনি একসপ্রেস ট্রেন এসে তাদের ধাক্কা দেয়। এসময় পথচারীরা সানজিদ ও ফারজিনকে গুরুতর আহত অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই সানজিদ মারা যায়। গত ফেব্রুয়ারি মাসে পাবনার চলনবিলের পাইকপাড়ায় ২২ যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়।

 

এতে ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী হান্ডিয়াল এলাকার ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, যাত্রীরা নৌকাটির মাচার (ছই) ওপর দাঁড়িয়ে সবাই সেলফি তুলতে গিয়ে মাচা ভেঙ্গে যায়। এ সময় সবাই তাড়াহুড়ো করে মাচা থেকে নামতে গিয়ে নৌকাটি কাৎ হয়ে ডুবে যায়। ফলে তিনজনের প্রাণহানি ঘটে।

ডেইলি মেইলের প্রতিবেদন জানাচ্ছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। সেখানে হাঙরের মুখে পড়ে মৃতের সংখ্যা ৫০। ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের রিপোর্টে দেখা যায়, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে সেলফি আসক্তি বেশি। পানিতে ডুবে, রাস্তায় দুর্ঘটনায় কিংবা খাদে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে একাধিকবার। সেলফিতে মৃত্যু সবচেয়ে বেশি ভারতে। এখনো পর্যন্ত সেই সংখ্যাটা ১৫৯। দুর্ঘটনা রুখতে দেশটির বিভিন্ন জায়গাকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। তবু থামছে না সেলফি তোলাজনিত দুর্ঘটনা। শুধু মুম্বাইয়েই এ রকম ১৬টি স্থান চিহ্নিত করা হয়েছে।তবে ভারতের বাইরে ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান, রাশিয়ার মতো দেশেও সেলফির কারণে মানুষ দুর্ঘটনার শিকার হয়েছেন।