ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১
good-food
৪২৮

যা করলে বাড়ে করোনা ছড়ানোর শঙ্কা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:০৩ ১ এপ্রিল ২০২১  

নিউ নর্মাল যাপনে ধীরে ধীরে অভ্যস্ত হতে শুরু করেছে মানুষ। সতর্কবিধি মেনে শুরু হয়েছে শুটিং, রেকর্ডিংয়ের কাজ। সালমান খান থেকে টেইলর সুইফট, অনেক তারকাই সিঙ্গেল গান রেকর্ড করেছেন। গান গাওয়া শরীর ও মনের পক্ষে ভালো। তবে করোনা সংকটের এই আবহে গলা ছেড়ে গাওয়া বিপজ্জনক হতে পারে। তাতে আরো বেশি করে ছড়িয়ে পড়তে পারে এ প্রাণঘাতী ভাইরাস। এমনটাই বলছেন সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।


কীভাবে করোনা ছড়াতে পারে তা নিয়ে অনেক মতামত প্রকাশ্যে এসেছে। কখনও বলা হয়েছে পানিবাহিত ভাইরাস এটি, কখনও আবার বায়ুর মাধ্যমে কোভিড ছড়ানোর দাবি জানানো হয়েছে। সম্প্রতি লুন্ড বিশ্ববিদ্যালয়ের একটি জার্নাল প্রকাশিত হয়েছে। যেখানে গবেষকরা জানাচ্ছেন, জোরে গান গাওয়ার সময় মানুষের মুখ থেকে বেশি পরিমাণ বাষ্প নির্গত হয়। যা আশেপাশের বায়ুকণায় মিলিত হয়ে ছড়িয়ে পড়ে। এতে করোনা ছড়ানোর আশঙ্কা বেশি থাকে।


একটি সমীক্ষার মাধ্যমে এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন গবেষকরা। এজন্য ১২ জন সংগীতশিল্পীকে নির্বাচিত করা হয়েছিল। যাদের মধ্যে আটজন অপেরা শিল্পী। এদের মধ্যে দু'জন আবার ছিলেন করোনা আক্রান্ত। সব রকমের সুরক্ষা ব্যবস্থা করে একটি ঘরে ঢুকিয়ে প্রত্যেককে দিয়ে গান গাইতে বলা হয়। অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন এমন ক্যামেরা রাখা হয়, যাতে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়।


দেখা যায়, যখন শিল্পী জোর কণ্ঠে গান গাইছেন; তখন তার মুখ থেকে অতি বড় মাপের বাষ্পকণা নির্গত হচ্ছে। তা আশেপাশের বায়ুস্তরের অনেকটা জায়গা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ধীর কণ্ঠে গান গাইলে নিশ্বাস-প্রশ্বাসে জোর কম পড়ে। আর মুখ থেকে যে বাষ্পকণাগুলো বের হয় তা খুবই ছোট হয়। ফলে বায়ুস্তরে বেশি দূর পর্যন্ত যেতে পারে না।


তা হলে কী কণ্ঠ ছেড়ে গান গাওয়া সম্ভব নয়? সম্ভব হতেই পারে, যদি নির্দিষ্ট দূরত্ব মেনে তা গাওয়া হয়। আর মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। এমনটাই মত গবেষকদের।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর