ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫১৯

যে কুকুর ৪২ কোটি টাকার মালিক

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৪ ১৯ ফেব্রুয়ারি ২০২১  

প্রভু মারা গেছেন। তবে পোষ্যকে বেকায়দায় ফেলে যাননি তিনি। দান করে গেছেন ৫০ লাখ মার্কিন ডলার। তা দিয়ে সুখে-শান্তিতে দিনাতিপাত করছে এক কুকুর। 

 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের নাশভিলের। সেখানকার বিশিষ্ট ব্যবসায়ী বিল ডরিস। খুব যত্নসহকারে পুষতেন এক কুকুর। আদর করে তার নাম দিয়েছিলেন লুলু। 

 

পোষ্যও মনিব ভক্ত ছিল। তিনি যা বলতেন তাই শুনতো। নিরাপত্তার কাজ করতো। স্বভাবতই লুলুকে মনেপ্রাণে বিশ্বাস করতেন ডরিস। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। 

 

বোধ হয় মৃত্যুর ক্ষণ বুঝতে পেরেছিলেন ৮৪ বছর বয়সী ব্যবসায়ী। সেই ভেবেই হয়তো লুলুর নামে ৫০ লাখ ডলার উইল করেছিলেন ডরিস। অবশেষে গেল বছরের শেষদিকে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। 

 

মনিব মারা যাওয়ার পর সব বুঝে পেয়েছে লুলু। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ কোটি টাকা। এখন তা ভাঙিয়ে আরাম-আয়েশে জীবনযাপন করছে ৮ বছর বয়সী কুকুর।

 

ডরিসের অনুপস্থিতিতে লুলুর দেখাশোনা করতেন প্রতিবেশি মার্থা বুর্টন। এ ঘটনা স্বীকার করেছেন তিনি। জানান, মাসিক ভিত্তিতে এ অর্থ পাবে কুকুরটি।

 

ডব্লিউটিভিএফ-টিভিকে বুর্টন বলেন, আমি সত্যিই জানি না, সত্যটা বললে আপনারা কতটা বিশ্বাস করবেন? তবে জীবদ্দশায় লুলুকে প্রচুর ভালোবাসতেন ডরিস।