ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০
good-food
৯০৭

রংপুরকে হারিয়ে ফাইনালে ঢাকা

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:৪৬ ৭ ফেব্রুয়ারি ২০১৯  

জ্বলে উঠতে পারলেন না ক্রিস গেইল। ব্যর্থ হলেন আসরের সবচেয়ে সফল ব্যাটসম্যান রিলে রুশোও। নাফিদ চৌধুরি ছোটখাটো ঝড় তুললেও তা বড় স্কোর গড়ার জন্য যথেষ্ট ছিল না। বুধবারের অঘোষিত সেমি ফাইনালে রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করে তাই করতে পারে মাত্র ১৪২ রান। আর সহজ এই লক্ষ্য খুব সহজেই অতিক্রম করে যায় ঢাকা ডায়নামাইটস। ১৬.৪ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করে জয় নিশ্চিত করে তারা।

বিপিএলের চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে মাশরাফি বিন মর্তুজার রংপুরকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠলো সাকিব আল হাসানের ঢাকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রুবেল হোসেন। শুক্রবার ফাইনালে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তারকা সমৃদ্ধ দলই গড়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। টি-টুয়েন্টি ক্রিকেটের বড় নাম গেইলের পাশাপাশি ছিরেন এবি ডি ভিলিয়ার্সও। ছিলেন রিবো বোপাররা, রিলে রুশোও। কিন্তু দুর্দান্ত দল নিয়েও শেষমেশ ফাইনালে উঠতে ব্যর্থ হয় তারা।  এই ব্যর্থতায় বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারফাইনালে উঠতে ব্যর্থ হলেন মাশরাফি।

রংপুরের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমেই অবশ্য শুরুতে ওপেনার উপুল থারাঙ্গাকে (৪) হারায় ঢাকা। তাকে অবশ্য কোন অসুবিধা হয়নি তাদের। রনি তালুকদার ও সাকিব আল হাসান মিলে জয়ের ভিত্তিটা গড়ে দেন। রনি ২৪ বলে ৩৫ ও সাকিব ২০ বলে ২৩ রান করে আউট হন। তার আগে অবশ্য ৮ বলে ১৪ রান করে বিদায় নেন সুনিল নারিন।

ঢাকাকে  জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯ বলে অপরাজিত ৪০* রানের  ইনিংস খেলেন ক্যারিবীয়  অল রাউন্ডারআন্দ্রে রাসেল। এছাড়া কিয়েরন পোলার্ড ১৪ ও নুরুল হাসান অপরাজিত ৯ রান করেন।
 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর