ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০
good-food
১০০১

শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা আসেননি

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:২৬ ৭ জানুয়ারি ২০১৯  

আজ বঙ্গভবনে  হাজারখানেক অতিথি আমন্ত্রণ পেয়েছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার বেশ আগেই দরবার হল পরিপূর্ণ।
আওয়ামী লীগ এবং তাদের সমর্থক বিভিন্ন পেশাজীবী এবং অঙ্গ সংগঠনের নেতাদের সাথে  সামরিক-বেসামরিক আমলা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।তবে জাতীয় পার্টির কোন নেতাকে শপথ অনুষ্ঠানে দেখা যায়নি। 
সামনের সারিতে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা।
আওয়ামী লীগের সিনিয়র নেতাদের এবার মন্ত্রিসভায় যারা ডাক পাননি, তাদের অনেকে দেখা গেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মতিয়া চৌধুরী। সাবেক অর্থমন্ত্রী এ এম এম মুহিত সামনে বসেছিলেন।তবে তাদের অনেকেই ছিলেন বেশ গুরুগম্ভীর।
সংসদের বিরোধী দলীয় নেতা সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদকে অনুষ্ঠান দেখা যায় নি। বলা হচ্ছে তিনি অসুস্থ। একই সাথে রওশন এরশাদও হাজির ছিলেন না। জাতীয় পার্টির কোন প্রথম সারির নেতাকে চোখে পড়েনি । বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের কোন নেতাদের কাউকেই দেখা যায়নি।
তবে সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্পধারার নেতা বদরুদ্দোজা চৌধুরী প্রথম সারিতে বসেছিলেন।
মহাজোটের শরিক দলগুলোর মধ্যে ওয়ার্কার্স পার্টির নেতা সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া এবং জাসদের শিরিন আখতারকে দেখা গেলেও হাসানুল হক ইনুকে দেখা যায়নি।