ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৪৯৫

স্মার্টফোন ভিজে গেলে করবেন কী?

লাইফ টিভি 24

প্রকাশিত: ২৩:৫৬ ২৫ এপ্রিল ২০২১  

বর্তমানে স্মার্টফোন নিত্যদিনের সঙ্গী। এটি ছাড়া এক মুহূর্তও চলা যায় না। কিন্তু বৃষ্টিতে বা যেকোনোভাবে তা ভিজে যেতে পারে।


ফোন পানিতে ভিজে গেলে প্রথমে পরিষ্কার করে মুছে ফেলুন। যত বেশি তরল পদার্থ থাকবে সেটি তত তাড়াতাড়ি ফোনের বিভিন্ন পার্টস খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। বেশিক্ষণ থাকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে থাকা সমস্ত ডেটা নষ্ট হয়ে যায়।


স্মার্টফোন স্টার্ট করার আগে ভালো করে মুছে নিন। ফোনের ভেতরের সবকিছু, অর্থাৎ ব্যাটারি, সিম কার্ড, মেমরি কার্ড খুলে ফেলুন শিগগিরই। ফোনের খোলা অংশগুলো একটি শুকনো কাপড়ে মুছে কাপড়টি মুড়ে রেখে দিন। দেখবেন ফোনের কোনো ক্ষতি হবে না। এর ভিতরের অংশ পাতলা কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলুন।


সিম কার্ডও বের করে রাখুন। এরপর ফোনের ভেতর ভালো করে মুছে ফেলুন। তারপর সিম কার্ড ইনসার্ট করুন। ফোনে স্ক্রিন গার্ড লাগানো থাকলে সেটাও খুলে রাখুন।


ভুল করেও ফোনে হেয়ার ড্রাইয়ারের প্রয়োগ করবেন না। হেয়ার ড্রাইয়ারের গরম হাওয়ায় ভিতরের পার্টসগুলো গলে যেতে পারে। এরপর কিছুক্ষণ ফোনটিকে রোদে রাখুন। যদি কোথাও অল্প পানি থেকে যায় তাহলে রোদে রাখলে তা শুকিয়ে যাবে।