ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
১০০৭

মশকনিধন কর্মী বরখাস্ত

হাজীদের মুখে স্প্রে 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:৫৫ ৫ আগস্ট ২০১৯  

হজযাত্রীদের মুখে সরাসরি মশার ওষুধ স্প্রে করলেন মশক নিধন কর্মী মোহাম্মদ হুমায়ূন কবির। এ অপরাধে অবশেষে বরখাস্ত করা হলো তাকে।

সোমবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

গেল ৩ আগস্ট আশকোনা হজ ক্যাম্পে হাজযাত্রীরা ম্যাটস বিছিয়ে শুয়ে আছেন, কেউবা আছেন বসে। এরই মধ্যে একজন মশক নিধন কর্মী সেখানে এসে যাত্রীদের মুখের ওপর মশার ওষুধ ছিটাতে থাকেন।

মুহূর্তেই চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন, অন্ধকার হয়ে যায়। সেই ধোয়া গিয়ে পড়ে সেইসব হজযাত্রীদের মুখে। ধোঁয়া থেকে বাঁচতে হজযাত্রীরা কেউবা নাক মুখ ধরে রাখেন, কেউবা সরে যেতে চেষ্টা করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে যায়। এতে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয় ফেসবুকে। অবশেষে বরখাস্ত করা হয় ওই মশকনিধন কর্মীকে। 

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হয়, ওষুধ ছিটানো সেই কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

বলা হয়, গত ৩ আগস্ট আশকোনা হজ্জ ক্যাম্পে সম্মানিত হাজীদের প্রতি দৃষ্টি না রেখে অবিবেচকের মতো মশার ঔষধ ছিটানোর অপরাধে মশক নিধন কর্মী মো.  হুমায়ন কবিরকে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ঘটনাটি মেয়র আতিকুল ইসলামের নজরে আসার পর তিনি এই ব্যবস্থা নিতে বলেন।