ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১
good-food
১২২৬

হোয়াইট হাউসে দোরগোড়ায় বাইডেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৯:১১ ৫ নভেম্বর ২০২০  

যুক্তরাষ্ট্রের নির্বাচনের চিত্র যেন ক্ষণে ক্ষণেই পাল্টে যাচ্ছে। বেশিরভাগ ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন পেয়েছেন ২৬৪টি ভোট। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঝুলিতে ভরেছেন ২১৪টি ভোট।  জর্জিয়ায় জিতে যাবার কারনে হোয়াইট হাউস ডেমোক্র্যাটদের দখলে।

 

দোদুল্যমান উইসকনসিনের পর মিশিগানে ম্যাজিক স্কোরে জয় পেয়ে বিজয়ের অনেকটা কাছে চলে এসেছেন বাইডেন। এই অঙ্গরাজ্যের ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট যোগ হয়েছে তার মুঠোয়। গত নির্বাচনে এই অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প।

 

উইসকনসিন অঙ্গরাজ্যের ১০টি ইলেকটোরাল কলেজের ভোট নিজের করে নেন বাইডেন। এর মাধ্যমে তিনি হোয়াইট হাউসের খুব কাছাকাছি চলে গেলেন। এই জয়ের ফলে সবমিলিয়ে তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াল ২৬৪। আর ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন ২১৪ ভোট। প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০ ভোট। তবে ট্রাম্প তিনটিতে এগিয়ে থাকলেও বাইডেন জয়ের দ্বারপ্রান্তে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর