ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১
good-food
৫৬৮

১৬ কোটি টাকায় কবুতর বিক্রি !

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৩ ১৭ নভেম্বর ২০২০  

স্বাভাবিকভাবে কবুতরের দাম ২৫০ থেকে ৩০০ টাকা হলেও শখের বশে অনেকে বিভিন্ন জাতের কবুতর বেশি দাম দিয়েও কেনেন। কিন্তু নিলামে এক কবুতর যে দামে বিক্রি হয়েছে, তা শুনলে যে কেউ চমকে যাবেন।

 

মাত্র দু ‘বছর বয়সী কবুতরটি ১৯ লাখ ডলারে বিক্রি হয়েছে। চীনের এক ব্যক্তি বেলজিয়ামে নিলামে কবুতরটি কিনেছেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই কবুতরের নাম নিউ কিম। দুই বছর বয়সের স্ত্রী কবুতরটি সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়। রবিবার নিলামে ১৬ কোটি ১৫ লাখ টাকায় বিক্রি হয়।

 

এটি বিশেষ প্রজাতির কবুতর। রেসিং কবুতর হিসেবে এটি বিক্রি হয়। কবুতরের কাজ হলো ওড়াউড়ির প্রতিযোগিতায় অংশ নেওয়া। 

 

প্রতিযোগিতায় ১০০ থেকে এক হাজার কিলোমিটার দূরের কোনো স্থান থেকে কবুতর ছেড়ে দিয়ে দেখা হয়- সবার আগে কে বাসায় ফেরে। এই প্রতিযোগিতায় বিজয় কবুতরের মালিক মোটা অঙ্কের অর্থ পান।

 

এর আগে একটি কবুতর ১২ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছিল। সূত্র : বিবিসি