ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১
good-food
৪৭২

খালেদের ক্যাসিনো থেকে আটক ১৪২ জনকেই দণ্ড (ভিডিও)

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:৫০ ১৮ সেপ্টেম্বর ২০১৯  

রাজধানীর ফকিরাপুলের ক্যাসিনো ইয়াংমেনস ক্লাব থেকে আটক ১৪২ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন, অভিযানকালে সেখান থেকে বিপুল পরিমাণ ইয়াবা, মদের বোতল ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ছয়জন কর্মচারীসহ ৩১ জনকে ১ বছর এবং বাকিদের ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ক্যাসিনোর ম্যানেজার একজন নেপালি। অভিযানের খবর পেয়ে সে পালিয়ে গেছে। তার বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
অবৈধভাবে এ ক্যাসিনো চালাতেন ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম জানিয়েছেন, সন্ধ্যায় গুলশানের বাসা থেকে খালেদকে গ্রেপ্তার করা হয়। 
এদিন দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাসা এবং ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে একযোগে অভিযান শুরু করেন র‌্যাব সদস্যরা।  ওই ক্লাব থেকে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়েছে।