ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১
good-food
৫২০

গরুর বদলে ঘোড়া দিয়ে চাষ

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৪০ ৭ আগস্ট ২০২১  

এক সময় চাষাবাদের জন্য কৃষকের অবলম্বন ছিল গরুর হাল। একই জমিতে সারি বেঁধে হাল চাষ করা হতো। একটি মাঠে ৪-৫টি পর্যন্ত গরুর হাল দেখা যেত। এখন যান্ত্রিক যুগে হারিয়ে যেতে বসেছে গরুর হাল। সেই মাঠে ঘাটে দখলে নিয়ে চষে বেড়াচ্ছে পাওয়ার টিলার, ট্রাক্টরসহ নানাবিধ যন্ত্র। কিন্তু মানুষের মন থেকে সেই লাঙল-জোয়াল মুছে যায়নি। গরু না থাকলেও ঘোড়া দিয়ে টানা হচ্ছে মই। চাষকৃত জমি সমান করতে ঘোড়া দিয়ে মই দিচ্ছেন চরাঞ্চলের কৃষকেরা। 

 

উপজেলার অনন্তরাম গ্রামের কৃষক আবুল খায়ের বলেন, জমি চাষ, চারা রোপণ, ধান কাঁটা ও মাড়াই, আগাছা পরিষ্কারসহ নানা কাজে পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহার করা হয়। কিন্তু এখনো কাজে লাগছে গরু বা ঘোড়ার হাল। চাষ করা জমি সমান করা, অল্প পরিমাণের জমি চাষাবাদ, বীজতলা প্রস্তুত করতে গরুর হাল দরকার। তাই কিছু মানুষ এখনো গরুর হাল রেখে দিয়েছেন। তবে চরাঞ্চলের ঘোড়ার গাড়ি বেশি। তাই তাঁর জমিতে গরুর বদলে ঘোড়া কাজে লাগাচ্ছে।

 

গরু দিয়ে হাল চাষ করা আব্দুস সালাম বলেন, হাল টানা গরু পোষা লোকসান। তবুও মাঝে মাঝে ডাক পড়ে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত গরুর হাল দিয়ে চাষ করলে মজুরি ৫০০ টাকা পাওয়া যায়। অনেক সময় লাগে বলে মানুষ টিলার দিয়ে চাষ করে। মৌসুমে চাহিদা থাকলেও এখন তেমন কদর নেই।  তিস্তা নদীর চরাঞ্চলে ঘোড়া দিয়ে জমি চাষ করা জয়নাল মিয়া বলেন, গরুর হাল পাওয়া যায় না। তাই ঘোড়া দিয়ে জমি সমান করছি। জমি সমান করলে পানি ধরে রাখা সহজ হয়।