ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
২৭২

করোনাভাইরাস ঢুকিয়ে দেয়া হবে সুস্থ মানুষের দেহে!

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৪০ ২৫ সেপ্টেম্বর ২০২০  

বিশ্বে প্রথমবারের মতো সুস্থ মানুষের শরীরে করোনাভাইরাস ঢুকিয়ে টিকার কার্যকারিতা পরীক্ষা শুরু করতে যাচ্ছে ব্রিটেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে, ২০২১ সালের শুরুতেই নিজেদের তৈরি ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে বলে জানিয়েছে চীন।

 

চীনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক বলছে, আগামী বছরের শুরুতেই তাদের তৈরি ভ্যাকসিন বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতেও ভ্যাকসিন বিক্রির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনোভ্যাকের প্রধান নির্বাহী।

 

চীনের সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিন আগামী ডিসেম্বরেই ব্রাজিলের সাও পাওলোয় মানবদেহে প্রয়োগ শুরু করবে। কোম্পানিটির সাথে ৬ কোটি ডোজের চুক্তি করেছে সাও পাওলো কর্তৃপক্ষ।

 

সাও পাওলোর গভর্নর জোও ডরিয়া বলেন, প্রথম ধাপে ৫০ লাখ মানুষের শরীরে টিকার ডোজ দেয়া হবে। আমরা ফাইনাল ধাপের পরীক্ষার জন্য অপেক্ষা করছি।

 

এদিকে, যুক্তরাষ্ট্রে নিজেদের তৈরি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান এফডিএ'র অনুমতির অপেক্ষায় আছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে যুক্তরাষ্ট্রে প্রায় তিন সপ্তাহ আগে মানবদেহে ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত করা হয়।

 

বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাজ্যে করোনাভাইরাসের সম্ভাব্য একটি টিকার প্রথম হিউম্যান চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। এই ধাপে সুস্থ স্বেচ্ছাসেবীদের দেহে করোনা ভাইরাস ঢুকিয়ে টিকার কার্যকারিতা যাচাই করা হবে। আগামী সপ্তাহেই এ বিষয়ে বিস্তারিত ঘোষনা আসতে পারে।

 

এরমধ্যেই, প্রথম ভ্যাকসিনের অনুমোদনের পর এবার আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া। আগামী ১৫ অক্টোবরের মধ্যে নতুন এ টিকা অনুমোদন পাবে। সাইবেরিয়ার ভেক্টর রিসার্চ সেন্টার টিকাটি তৈরি করেছে। গত সপ্তাহেই এর প্রথম ধাপের ট্রায়াল শেষ হয়েছে। দেশটিতে চীনের তৈরি অ্যাড ৫ এন কোভ টিকার তৃতীয় ধাপের ব্যাপক পরীক্ষা চালানো হচ্ছে। চলতি মাসের শুরুতে যারা টিকা নিয়েছিলেন তাদের কোনো পার্শ্বপ্রিতিক্রিয়া দেখা যায় নি। আগামী নভেম্বরে টিকার কার্যকারিতার চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে।

 

নাকে স্প্রে করা করোনা টিকা তৈরি করবে ভারত বায়োটেক। কোম্পানিটি জানিয়েছে প্রয়োজনীয় সম্মতি পেলে এই নাসাল করোনা টিকা গোটা বিশ্বে সরবরাহ করা হবে। এর ১০০ কোটি ডোজ তৈরি করবে কোম্পানিটি যাতে ১০০ কোটি মানুষকে প্রয়োগ দেয়া যায়।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর