ঢাকা, ০৪ মে শনিবার, ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১
good-food
৪৩

ইসরায়েলি অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:১৩ ২১ এপ্রিল ২০২৪  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দাবি করেছেন, ইসরায়েলের অস্ত্র আমাদের বাচ্চাদের খেলনা। শনিবার (২০ এপ্রিল) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। সম্প্রতি ইসরায়েলে ড্রোন হামলা চালায় ইরান। জবাবে গত শুক্রবার ইরানে আগ্রাসন চালা ইসরায়েলে। পরের দিনই এমন দাবি করেন আবদুল্লাহিয়ান। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ২/৩টি কোয়াডকপ্টারের ফ্লাইট চালিয়েছে। আমাদের বাচ্চারা যে খেলনা ব্যবহার করে সেগুলোর মতো এগুলো। আবদুল্লাহিয়ান জানান, ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল আবার কোনো পদক্ষেপ নিলে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালানো হবে।   

 

গত শুক্রবার ভোরে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। পরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আপাতত প্রতিশোধ নেয়ার কোনো পরিকল্পনা নেই। তবে আমাদের পরমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তাদের চরম মূল্য দিতে হবে।

 

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। তাতে ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। জবাবে গত ১৩ এপ্রিল ইসরায়েলে ৩ শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার হুমকি দেয় ইসরায়েল।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর