ঢাকা, ১৮ আগস্ট সোমবার, ২০২৫ || ২ ভাদ্র ১৪৩২
good-food
২০

বিদেশের সব দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:১০ ১৭ আগস্ট ২০২৫  

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ নির্দেশনা কোনো লিখিত আদেশ বা ই-মেইলের মাধ্যমে নয়, টেলিফোন কলে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে।

 

কূটনৈতিক সূত্র জানায়, ঢাকা থেকে সরাসরি কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে। এরপর দায়িত্বপ্রাপ্ত দূতদের অন্য মিশনগুলোতেও নির্দেশনা পৌঁছে দিতে বলা হয়েছে। একইসঙ্গে ছবি সরানোর কার্যক্রম তদারকি করার দায়িত্বও তাদের ওপর দেওয়া হয়েছে।

 

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এখনও আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি। তবে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা সরকারের এই নির্দেশ পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এক কূটনীতিক বলেন, রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশনা টেলিফোনে জানানো হয়েছে। এটি লিখিতভাবে দেওয়া হয়নি। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা অন্য মিশনগুলোকে অবহিত করছেন।

 

আরেকজন কূটনীতিক জানান, আমাদের অঞ্চলে নির্ধারিত রাষ্ট্রদূত সরাসরি বিষয়টি জানাননি। কাছের একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে নির্দেশনা এসেছে।