ঢাকা, ২৮ অক্টোবর মঙ্গলবার, ২০২৫ || ১৩ কার্তিক ১৪৩২
good-food
৪৬০

সাবধান! করোনা বিকল করতে পারে কিডনিও

লাইফ টিভি 24

প্রকাশিত: ০২:০৫ ২২ জুন ২০২১  

করোনা সংক্রমণে শুধু ফুসফুস নয়, হতে পারে কিডনি বিকল। এর জেরে মৃত্যুও হতে পারে। তার প্রমাণও রয়েছে। ভারতে ৩ জন করোনা রোগীর ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে। 


ময়নাতদন্তের রিপোর্ট বলছে, কিডনির প্রচুর কোষের মৃত্যুর কারণে শরীরে বিপুল পরিমাণে দূষিত পদার্থ জমে গিয়েছিল। এই ৩ রোগীর ময়নাতদন্তের পরে চিকিৎসকেরা জানিয়েছেন, করোনার জীবাণু কিডনির কোষকে এমনভাবে মেরে ফেলেছিল, বর্জ্য পদার্থ ছেঁকে নিয়ে রক্ত শুদ্ধ করার ক্ষমতা হারিয়ে যায় ওই ৩ রোগীর কিডনির। 


চিকিৎসকদের মতে, এক একটি জীবাণু আলাদা আলাদা পরিবেশে আলাদা ভাবে কাজ করে। ভারতীয় পরিবেশে করোনার জীবাণু ব্যাপক হারে কিডনির ক্ষতি করতে পারে। এমন আশঙ্কার কথা শোনা যাচ্ছে চিকিৎসকদের মুখে। 


বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, রোগ সৃষ্টিকারী ভাইরাসগুলো সব কোষের মাধ্যমে শরীরে ঢুকতে পারে না। দরকার হয় 'এসিই ২ রিসেপটর' কোষ। শ্বাসনালী, ফুসফুস, অন্ত্র, হৃদযন্ত্র, কিডনিতে এই ধরনের কোষের পরিমাণ বেশি।

 

ফুসফুস ও শ্বাসনালীর 'এসিই ২ রিসেপটর'গুলোতে প্রাথমিক সংক্রমণ হয়। তারপরে জীবাণুটি রক্তের সংস্পর্শে আসে। রক্তের রোগপ্রতিরোধকারী কোষগুলো এদের গিলে ফেলে। তাদের মাধ্যমেই করোনার মতো জীবাণু সারা শরীরে ছড়িয়ে পড়ে।

 

কিডনিতে পৌঁছে তার কোষও মারতে থাকে। আমেরিকায় এক সমীক্ষায় দেখা গেছে, অন্তত ৩৬ শতাংশ করোনা রোগীর কিডনি ক্ষতিগ্রস্ত হয়। আর তাই শুরুতেই রক্ত পরীক্ষার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। যাতে দূষিত পদার্থের পরিমাণ রক্তে কতটা আছে, তা বোঝা যায়।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর