ঢাকা, ১৬ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২ মাঘ ১৪৩২
good-food
২৯

প্রবাসে পোস্টাল ব্যালটে ভোট শুরু হলো কীভাবে, ইসিকে প্রশ্ন বিএনপির

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৫৬ ১৫ জানুয়ারি ২০২৬  

প্রবাসীদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট কীভাবে ভোটারের বাইরে অন্যদের হাতে গেল, সেই প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে বিএনপি।

বিভিন্ন দেশে বিভিন্ন বাসায় কয়েকশ পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, একজনের ব্যালট আরেকজন গ্রহণ করছেন এবং আগেই ভোট শুরু হয়ে গেছে, এমন অভিযোগ এনেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে এ অভিযোগ করে বিএনপি।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র সচিব ইসলাম জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ দলের আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

কী ধরনের অনিয়ম হচ্ছে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, “সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে, বিভিন্ন দেশে একেকটি বাসায় দুই শতাধিক ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও এগুলো জব্দ হচ্ছে, কোথাও আগেই ভোটগ্রহণ শুরু হওয়ার অভিযোগ উঠছে। এমনকি একজনের নাম ব্যবহার করে অন্য ব্যক্তি ব্যালট গ্রহণ করছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।”

এতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সুবিধা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি নেতা বলেন, “বিদেশে পাঠানো ব্যালট কীভাবে পাঠানো হয়েছে, ভোটাররা কীভাবে ভোট দেবেন, ব্যালট স্ক্যানের প্রক্রিয়া কী—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। একই স্থানে এত সংখ্যক ব্যালট কীভাবে পাওয়া গেল, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়েরও ব্যাখ্যা থাকা উচিত।”

আরও পড়ুন: ধানের শীষ বিতর্কে ইসি বলছে, ‘ধারাবাহিকতা মানা হয়েছে’

তিনি বলেন, “প্রবাসীদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট পাঠানোর ক্ষেত্রে সঠিকভাবে বিবেচনা করা হয়নি। বিদেশে থাকা বাংলাদেশিদের কাছে যেভাবে ব্যালট পাঠানো হয়েছে এবং সেই ব্যালট তৈরি, প্রেরণ ও যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা কীভাবে কাজ করেছেন—তা নিয়ে প্রশ্ন রয়েছে।”

নির্বাচন কমিশন এ বিষয়ে কী বলেছেন- এই প্রশ্নে সালাহউদ্দিন বলেন, “আমরা আমাদের উদ্বেগ জানিয়েছি। এখন কমিশন কী সিদ্ধান্ত নেবে, সেটাই গুরুত্বপূর্ণ।”

সালাহউদ্দিন বলেন, “প্রতিটি নির্বাচনি এলাকায় সাধারণ ব্যালট, যেমন প্রার্থীভিত্তিক নাম ও প্রতীকসহ থাকে, সেই একই ব্যালট সংশ্লিষ্ট এলাকার পোস্টাল ব্যালট হিসেবেও ব্যবহার করা উচিত।”

এতে বিভ্রান্তির সুযোগ কমবে বলে তিনি উল্লেখ করেন।

অন্যান্য রাজনৈতিক দলের প্রচারণা নিয়েও অভিযোগ করেন সালাহউদ্দিন। তার দাবি, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ নেতারা আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দিচ্ছেন। এগুলো ভিডিওসহ প্রকাশ পাচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বহু রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে তিনি বলেন, “নির্বাচন কমিশনকে এসব বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।”

বৈঠকে আলোচনার কিছু বিষয় প্রকাশ করার মতো নয় বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, “আপিল শুনানিতে থাকা বিষয়গুলো নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলে তা বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ হয়ে যাবে।”

রাজনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর