ঢাকা, ২৭ এপ্রিল শনিবার, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১
good-food
১৮৭

উপসর্গে পরিবর্তন: এখন যেসব লক্ষণে বুঝবেন আপনি করোনা আক্রান্ত

লাইফ টিভি 24

প্রকাশিত: ১০:৩৬ ৪ অক্টোবর ২০২১  

করোনা জ্বরে যেসব লক্ষণ দেখা যায়
সাধারণ জ্বরে তাপমাত্রার ওঠা নামা থাকে আর সেই জ্বর সাধারণত ১০০ ডিগ্রির উপরে ওঠে না। তাই জ্বরের মাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট পেরিয়ে গেলে, বারবার কফ এলে। মুখে স্বাদ ও গন্ধ না থাকলে সেই সাথে পেট খারাপ হলে দেরি না করে হাসপাতলে ভর্তি হওয়ায় বাঞ্চনীয়।

 

সেই সাথে যদি শ্বাস কষ্ট শুরু হয়ে যায় তাহলে বিশেষ সুবিধা যুক্ত হাসপাতলে ভর্তি হওয়ায় ভালো। সেই সাথে ভালো ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত। প্রথমবারের করোনার মতো দ্বিতীয়বারের করোনা প্রায় একই উপস্বর্গ নিয়ে এসেছে। যারা করোনা সংক্রমিত হয়েছে তাদের মধ্যে দেখা যাচ্ছে জ্বর -শ্বাসকষ্ট ও স্বাদ-গন্ধের পরিবর্তন।

 

দেখা যাচ্ছে পুরোনো উপসর্গের পাশাপাশি আরও কিছু নতুন উপসর্গও-

গোলাপি বর্ণের চোখ : চীন দেশে করা সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী করোনা সংক্রমিত ব্যক্তিদের চোখে দেখা যাচ্ছে একটু ফোলাফোলা ভাব। এছাড়াও চোখে আসছে জল ও চোখ গোলাপি ও লাল বর্ণের আকার ধারণ করছে।

 

শব্দ শুনতে না পাওয়া : করোনার দ্বিতীয় ঢেউয়ের নতুন উপসর্গ হিসেবে দেখা যাচ্ছে যে সংক্রমিত রোগীদের মধ্যে হ্রাস পেয়েছে শ্রবণ ক্ষমতা। সম্প্রতি ৫৬ জন সংক্রমিত রোগীদের মধ্যেই ২৪ জন হারিয়ে ফেলেছেন ক্ষমতা।

 

হজম সমস্যা: নতুন ঢেউয়ের আগমনের পর যারা করোনা সাম্রমিট হয়েছেন তাদের মধ্যে অনেকেরই দেখা গেছে হজম জনিত সমস্যা। করোনার নতুন উপস্বর্গ হিসেবে ডায়রিয়া, বমি ভাব, পেটে ব্যাথার মত লক্ষণগুলিকে উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই এমন সমস্যার সম্মুখীন হলে চিকিত্‍সকদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর