ঢাকা, ১৩ আগস্ট বুধবার, ২০২৫ || ২৯ শ্রাবণ ১৪৩২
good-food

ট্রাম্পের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন সুস্মিতা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২২:২৪ ১৩ আগস্ট ২০২৫  

সুস্মিতা সেনের ব্যক্তিত্বের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ভারতের প্রথম বিশ্বসুন্দরী তিনি। ১৮ বছর বয়স না হতেই আন্তর্জাতিক মঞ্চে এমন জনপ্রিয়তা খুব কম বিউটি কুইনের  কপালেই জুটেছে। সৌন্দর্য প্রতিযোগিতায় জয়ের পর বলিউডে দীর্ঘ ক্যারিয়ার তার। যদিও এখানে সাফল্যের শীর্ষে উঠতে পারেননি সুস্মিতা। তাই অভিনয়ের পাশপাশি নিজেকে গড়েছেন উদ্যোক্তা হিসেবে। একসময় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোম্পানিতে চাকরিও করেছেন তিনি!

 

ট্রাম্প রাজনীতির আঙিনায় আসার আগে ছিলেন সেদেশের অন্যতম সফল শিল্পপতি। ছিল একাধিক ব্যবসায় বিনিয়োগ। ১৯৯৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত মিস ইউনিভার্স অর্গানাইজেশনের মালিকানা ছিল তার হাতে। ২০১০ থেকে ২০১২ পর্যন্ত মিস ইউনিভার্স ইন্ডিয়ার দায়িত্বও নেয় ট্রাম্পের প্রতিষ্ঠান। সেখানে ডাক পড়ে সুস্মিতার। তাকে ওই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব দেয়া হয়। এককথায় রাজি হয়ে যান অভিনেত্রী। 

 

সুস্মিতা বলেন, দীর্ঘ দিন ধরে ইচ্ছা ছিল এটার অংশীদার হওয়ার। যখন এর ভারতীয় ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিলাম, সেখানে এক বছরের জন্য চাকরি করলাম, সেসময় মালিক ছিলেন ট্রাম্প। একটি বেশ জটিল চুক্তিপত্রে স্বাক্ষর করতে হয়েছিল আমাকে।

 

কিন্তু ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল সুস্মিতার জন্য? সেই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, কিছু মানুষ এমনিই নিজেদের ছাপ রেখে যান। সেটা তাদের কৃতিত্ব কিংবা ক্ষমতার কারণে নয়। বরং তারা কোনও বিশেষত্ব নিয়েই জন্মান।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর