ঢাকা, ২৬ জানুয়ারি সোমবার, ২০২৬ || ১৩ মাঘ ১৪৩২
good-food

ফের বাবা হচ্ছেন শাকিব, শুনে অবাক অপু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৭ ২৬ জানুয়ারি ২০২৬  

আবারও মা হতে চলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী! তার সন্তানের বাবা ঢালিউড কিং শাকিব খান। সিনেমাপাড়ায় বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন শোনা যাচ্ছে।

এদিকে শাকিবের বাবা হওয়ার গুঞ্জনের খবরে বেশ অবাক হলেন প্রাক্তন স্ত্রী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন অভিনেত্রী। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে সাংবাদিকরা সরাসরি তাকে প্রশ্ন করেন, শাকিব খান নাকি বাবা হচ্ছেন! বুবলীকে ঘিরে চলা এই গুঞ্জন নিয়ে তিনি কী জানেন?

প্রশ্ন শুনে খানিকটা অবাক হয়েই অপু বিশ্বাস বলেন, ‘‘আচ্ছা, তাই নাকি! আমি তো জানিই না। কী হচ্ছে? আপনারাই তো সব জায়গায় যেতে পারেন, আপনারাই আমাকে একটু বলুন!’’

ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা নিয়ে স্পষ্ট অবস্থানও জানান অপু। তার কথায়, ‘‘একজন সেলিব্রেটির কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় নিয়েও মানুষের আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। কিন্তু আমি কখনও কারও ব্যক্তিগত বিষয়ে কথা বলতে বা কাউকে উদ্দেশ করে কিছু বলতে পছন্দ করি না।’’

ব্যক্তিজীবনে সিনেমায় কাজ করতে গিয়ে ২০০৮ সালে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস ও শাকিব খান। দীর্ঘ আট বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় পুত্র আব্রাম খান জয়। ২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে প্রকাশ্যে আসেন অপু। তবে তার ঠিক এক বছর পরই ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা জুটি।

অন্যদিকে বুবলী জানান, ২০১৮ সালের ২০ জুলাই শাকিবকে বিয়ে করেন তিনি। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের প্রথম সন্তানের জন্ম।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর