ঢাকা, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ১৬ মাঘ ১৪৩২
good-food

পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:০৬ ২৯ জানুয়ারি ২০২৬  

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং রাজশাহী অঞ্চলে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় তিনি এই ঘোষণা দেন।

রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই জনসভায় তারেক রহমান বলেন, ‘‘রাজশাহী বললেই পদ্মা নদীকে বোঝায়। কিন্তু দুঃখজনকভাবে এখন পদ্মা, তিস্তা বা ব্রহ্মপুত্র কোথাওই পানি নেই। আমাদের নদীতে পানি দরকার। ধানের শীষ বিজয়ী হলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করব এবং এই এলাকার খালগুলো খনন করা হবে।’’

কৃষকদের স্বার্থরক্ষার ওপর গুরুত্বারোপ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষিজীবী। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ১২ তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে ইনশাল্লাহ।’’

এ ছাড়া কৃষি কার্ড চালুর মাধ্যমে কীটনাশক, সার ও বীজসহ বিভিন্ন উপকরণের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

উত্তরাঞ্চলের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান আরও জানান, বন্ধ থাকা বরেন্দ্র প্রকল্প আইটি পার্ক সচল করার পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউট ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। আম সংরক্ষণে স্থাপন করা হবে বিশেষায়িত হিমাগার। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে উদ্যোক্তাদের বিশেষ সহায়তার আশ্বাসও দেন তিনি।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘‘গত ১৬-১৭ বছর মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তারা কেবল মেগা দুর্নীতির জন্য মেগা প্রকল্প করেছেগ সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেনি। এলাকার মানুষের জন্য রাস্ত-ঘাট নির্মাণ, কৃষকদের পাশে দাঁড়ানো, মা-বোনদের পাশে দাঁড়ানো, এলাকায় হাসপাতাল, এলাকায় স্কুল কলেজ ঠিক করা, হাসপাতাল ঠিক করা এসব কোনো কাজ বিগত সরকারের সময়ে হয়নি। ২৪ সালের ৫ আগস্ট যে পরিবর্তন হয়েছে, তার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে ১২ তারিখের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

জনগণকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলেই জবাবদিহিতা নিশ্চিত হবে। আমরা শান্তি চাই, ঝগড়া-বিবাদ চাই না। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই মিলে মিশে শান্তিতে বাস করতে চাই। আজ ধর্ম দেখার সময় নয়, আমরা দেখব মানুষ, আমরা দেখব বাংলাদেশী।’’

উপস্থিত জনতাকে আশ্বস্ত করে তারেক রহমান বলেন, ‘‘১২ তারিখে ধানের শীষ জয়ী হলে ১৩ তারিখ থেকেই জনগণের জয়যাত্রা শুরু হবে। আমাদের লক্ষ্য ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।’’

তিনি বলেন, “তার দল শান্তিতে বিশ্বাসী এবং কোনো ধরনের বিবাদ বা সংঘাতের পথে হাঁটতে চায় না। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব- সঠিক তদন্ত করুন। প্রয়োজনে বিএনপি সহযোগিতা করবে, তবে বিচার হতে হবে স্বচ্ছ ও আইন অনুযায়ী।”

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন। 

তারেক রহমান বলেন, “দীর্ঘ ২২ বছর পর আপনাদের সঙ্গে সরাসরি দেখা হলো। সর্বশেষ ২০০৪ সালে এসেছিলাম। আপনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।”

রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদের (মামুন-অর-রশিদ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিটনের সঞ্চালনায় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকতসহ স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন- হারুন উর-রশীদ, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শফিকুল হক মিলন প্রমুখ।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর