ঢাকা, ০৯ জানুয়ারি শুক্রবার, ২০২৬ || ২৬ পৌষ ১৪৩২
good-food
৪০

এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪২ ৮ জানুয়ারি ২০২৬  

এবার কোনো পাতানো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে সামনে এ মন্তব্য করেন তিনি।

নাসির উদ্দিন বলেন, “আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না।”

“নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।”

সবার জন্য নির্বাচনে সমান প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কমিশন নিশ্চিত করবে বলে জানান সিইসি। “ইনসাফে বিশ্বাসী ইসি। যারা আপিল করেছেন, তারা প্রত্যেকে ন্যায়বিচার পাবেন,” বলেন তিনি।

যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করছেন, আইনি ভিত্তিতে তার সমাধান করা হবে বলে জানান নাসির উদ্দিন।

প্রধান নির্বাচনের কমিশনারের দাবি, “আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে কমিশন।”

সিইসি আশ্বস্ত করে বলেন, “আপিল শুনানির পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইনি সিদ্ধান্ত দেওয়া হবে।”

ইসি জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে আসছেন। মনোনয়ন ফিরে পেতে কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে তারা আবেদন জমা দিচ্ছেন।

শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর শনিবার থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

গত তিন দিনে ইসিতে মোট ২৯৫ আপিল আবেদন জমা পড়েছে।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর