ঢাকা, ০৮ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৬ || ২৪ পৌষ ১৪৩২
good-food
৪২

হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন বাবরসহ বিএনপির ৫ প্রার্থী

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৩ ৬ জানুয়ারি ২০২৬  

নেত্রকোণার ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যে নগদ অর্থ ও স্থাবর সম্পদে এগিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সবচেয়ে কম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহরে তালুকদার। তিনজনের নেই কোনো আগ্নেয়াস্ত্র। তবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের তিনটি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীর রয়েছে দুইটি অস্ত্র। মামলায় এগিয়ে আছেন রফিকুল ইসলাম হিলালী।

হলফনামায় উল্লেখিত তথ্যে জানা যায়, নেত্রকোণা-১ (দূর্গাপুর, কলমাকান্দা) আসনে ব্যারিস্টার কায়সার কামালের নগদ অর্থ ও ব্যাংক-ব্যালেন্সসহ ৪ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৪১০ টাকার সম্পদ রয়েছে। উপহার হিসেবে প্রাপ্ত সোনা ৩০ তোলা ৫০ ভরি। স্থাবর সম্পদ ১ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা। তার দুইটি ব্যক্তিগত গাড়ী আছে। তার নামে ১৯টি মামলার মধ্যে ১৬টিতে অব্যাহতি পেয়েছেন, একটি স্থগিত, আরেকটি অভিযোগ গঠন হয়নি ও একটি চলমান রয়েছে।

নেত্রকোণা-২ (বারহাট্টা, নেত্রকোণা সদর) অধ্যাপক ডা. আনোয়ারুল হক তার নগদ ও ব্যাংক-ব্যালেন্স, ডিপোজিটসহ ১ কোটি ২০ লাখ ৯৭ হাজার ৪৮৯ টাকা ও স্থাবর সম্পদ ১২ লাখ ৬৪ হাজার ৭০০টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই, তবে ব্যক্তিগত একটি গাড়ী রয়েছে। তার বিরুদ্ধে ১৩টি মামলা হলফনামায় উল্লেখ করা হয়েছে।

নেত্রকোণা-৩ (আটপাড়া, কেন্দুয়া) রফিকুল ইসলাম হিলালীর নগদ অর্থ ও ব্যাংক-ব্যালেন্স, ডিপোজিটসহ ৬ কোটি ৪ লাখ ৪ হাজার টাকা। সোনা ২০ ভরি, দুইটি আগ্নেয়াস্ত্র, ব্যক্তিগত গাড়ী একটি রয়েছে। তার চলতি ঋণ আছে ১ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৫১৭ টাকা।

নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) লুৎফুজ্জামান বাবরের নগদ ও ব্যাংক-ব্যালেন্স, ডিপোজিটসহ ১৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৮৩৪ টাকা, সোনা ৪০ তোলা, স্থাবর সম্পদ ৩ কোটি ৪৪ লাখ ২ হাজার ৫৬৭ টাকা, আগ্নেয়াস্ত্র তিনটি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ ২৩ লাখ ৪৪ হাজার ৪০ টাকা। তবে তার চলতি ঋণ রয়েছে ৭ কোটি ৭৭ লাখ ২ হাজার ৬৭২ টাকা। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আবু তাহের তালুকদার নগদ অর্থ ও ব্যাংক-ব্যালেন্স ডিপোজিট এবং নির্ভরশীলদের কাছ থেকে প্রাপ্ত আয় ৫২ লাখ ৪২ হাজার ৩৮০ টাকা। তার স্থাবর সম্পদ ৯ লাখ ৭৫ হাজার টাকার। সোনা ২৫ ভরি। তার নামে ১১টি মামলার মধ্যে চলমান রয়েছে তিনটি, ছয়টি খালাস, অব্যাহতি দুইটি। নেই কোনো ব্যক্তিগত গাড়ী ও আগ্নেয়াস্ত্র। স্বজনদের গাড়ী ব্যবহার করেন তিনি।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর