ঢাকা, ২৫ জানুয়ারি রোববার, ২০২৬ || ১২ মাঘ ১৪৩২
good-food

স্পটে কোনায় বসে আহমেদ শরীফের শুটিং দেখতেন রাজীব

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৫ ২৫ জানুয়ারি ২০২৬  

বাংলা সিনেমার জনপ্রিয় দুই খল অভিনেতা আহমেদ শরীফ ও রাজীব। ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘দেন মোহার’, ‘লাভ’ ও ‘জিদ্দী’সহ অনেক ব্যবসা সফল সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন।

বেশ কিছু সিনেমার গল্প তাদের দুজনকে কেন্দ্র করেই হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানান আহমেদ শরীফ।

এই দুই তারকার কণ্ঠস্বর ও অভিনয়ে দর্শক বরাবরই মুগ্ধ হতেন। সিনেমার বাইরে দুজনের মধ্যে ছিল দারুণ সুসম্পর্ক।

আহমেদ শরীফ বলেন, ‘‘আমি আর রাজীব অনেক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছি। কিছু সিনেমার গল্প ছিল আমাদের দুজনের ওপর। পর্দায় আমাদের দুজনের অভিনয়ের মারামারি দর্শক খুব উপভোগ করতেন। রাজীব সব সময় অন্যশিল্পী কেমন অভিনয় করছেন সেটি খেয়াল করতেন। পর্দায় যেন তার অভিনয় সহশিল্পীর অভিনয়ের চেয়ে কম না হয় সে বিষয়ে সচেতন ছিল।’’

তিনি আরও বলেন, ‘একবার একটা সিনেমার শুটিংয়ের সময় আমি রাজীবকে মেকাপ রুমে দেখে আসি। কিন্তু আমার দৃশ্যধারনের পর দেখি সে শুটিং স্পটে এক কোনায় বসে আছে। তাকে ডেকে বললাম ‘তুই এখানে কী করছিস’? সে বললো ‘ভাই আপনি কী কী ডেলিভারি দিচ্ছেন, কিভাবে অভিনয় করছেন যদি আমি না জানি তাহলে কিভাবে আমার পাশাপাশি থাকবো।’’

উল্ল্যেখ, ২০০৪ সালের ১৪ নভেম্বর ৫২ বছর বয়সে ক্যানসারে মারা তিনি। এদিকে বর্তমানে নতুন কোনো সিনেমাতে নেই আহমেদ শরীফ।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর