ঢাকা, ১২ জানুয়ারি সোমবার, ২০২৬ || ২৯ পৌষ ১৪৩২
good-food

নির্বাচনি প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:০৮ ১২ জানুয়ারি ২০২৬  

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনি সমাবেশ আয়োজন সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ইসির জারি করা নির্দেশনা অনুযায়ী, যেকোনো নির্বাচনি সমাবেশ আয়োজনের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে তার সময় ও স্থান সম্পর্কে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানাতে হবে। প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিকে এই দায়িত্ব পালন করতে হবে। প্রচারণা চলাকালে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই নিয়ম আরোপ করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, নির্বাচনি সমাবেশে একসঙ্গে সর্বোচ্চ তিনটি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে। তবে সাধারণ প্রচারণার ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিল করা হয়েছে, যা প্রার্থীদের জন্য কিছুটা নমনীয়তার সুযোগ তৈরি করবে।

এরই মধ্যে, নির্বাচনকে কেন্দ্র করে তথ্য মন্ত্রণালয় ‘নির্বাচনি আচরণবিধি: কী করা যাবে, কী করা যাবে না’ শীর্ষক একটি জনসচেতনতামূলক প্রচারণা শুরু করেছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রার্থী ও সাধারণ ভোটারদের নির্বাচনি বিধি-বিধান সম্পর্কে  অবগত রাখা।

কর্তৃপক্ষ একটি সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব পক্ষকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পাশাপাশি সকল অংশগ্রহণকারীর নিরাপত্তা ও অধিকার সুরক্ষার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জনগণকে নির্বাচনি প্রক্রিয়া ও গণতান্ত্রিক চর্চার গুরুত্ব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটের সব খবর বিভাগের পাঠকপ্রিয় খবর